নোটিশ বোর্ড
অধ্যক্ষ মহোদয়

মোঃ নেছার আহমাদ
অধ্যক্ষ
মান্দারী ফাযিল ডিগ্রি মাদরাসা
মহামায়া, চাঁদপুর।
সভাপতি মহোদয়

মোঃ শাহজাহান পাটওয়ারী
সভাপতি , গভর্নিং বডি
মান্দারী ফাযিল ডিগ্রি মাদরাসা
মহামায়া, চাঁদপুর।
মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য, যিনি মান্দারী ফাযিল ডিগ্রি মাদরাটিকে সুবিশাল, দৃষ্টিনন্দন ক্যাম্পাস নিয়ে গড়িয়ে উঠিয়েছেন। চাঁদপুর জেলার ০৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী গ্রামে প্রতিষ্ঠানটি অবস্থিত। ইহা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু পূর্বে ১৯২৮ খ্রিঃ মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। মান্দারী গ্রামের মোল্লাবাড়ীর তৎকালীন একজন ধর্মপ্রাণ মহিলা যার নাম রঞ্জি বিবি (আল্লাহপাক তাঁকে জান্নাত দান করুন) স্বীয় মালিকানাধীন ১৮০ শতাংশ জমি (অখন্ড) মাদরাসার নামে দান করেন । একটি মক্তব থেকে শুরু করে ধাপে ধাপে মাদরাসাটি বর্তমানে ফাযিল মাদরাসায় রূপান্তরিত হয়।
মাদরাসায় বর্তমানে ৩টি পাকা ভবন রয়েছে, যার মধ্যে ০১টি সরকারি অনুদানে, বাকি দুইটি প্রতিষ্ঠানের আংশিক আয় ও এলাকাবাসী এবং বিভিন্ন দাতাগণের অনুদানে সম্পূর্ণ হয়েছে। ইহাতে বর্তমান অধ্যক্ষ মোঃ নেছার আহমাদ সাহেবের অক্লান্ত পরিশ্রমে মাদরাসাটি বর্তমান রূপে রূপান্তর হয়েছে। মাদরাসার পার্শ্বে শিক্ষক, ছাত্র ও এলাকাবাসির জন্য ০১টি জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ সাধনের লক্ষ্যে ০১টি খেলার মাঠ ও পাঠাগারের সু-ব্যবস্থা রয়েছে। ইহা ব্যতীত হল রুম, কম্পিউটার রুম, শিক্ষক রুম, শিক্ষিকা রুম, অফিস সহকারিদের কার্যালয় পৃথক পৃথক ভাবে সাজানো হয়েছে। মাদরাসা ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের জন্য সততা স্টোর রয়েছে। অবকাঠামো আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে।
অধ্যক্ষ মহোদয়ের বাণী

সম্মানিত সূধী,
السلام عليكم و رحمة الله
সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মান্দারী ফাযিল ডিগ্রি মাদরাসা প্রায় এক শতাব্দি কাল ধরে এই জনপদে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার আলো বিস্তার করে আসছে। আইসিটি ভিত্তিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। রয়েছে জেডিসি, দাখিল, আলিম পাবলিক পরীক্ষায় গৌরবোজ্জ্বল ফলাফল। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানটি দক্ষ গভার্ণিং বডির সুনিবিড় ব্যবস্থাপনায়, দক্ষ প্রধান শিক্ষক ও এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীগণের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি
মোঃ নেছার আহমাদ
অধ্যক্ষ
মান্দারী ফাযিল ডিগ্রি মাদরাসা
মহামায়া, চাঁদপুর।
সভাপতি মহোদয়ের বাণী

আলহামদুলিল্লাহ, আমি মোঃ শাহজাহান পাটোয়ারী, পিতা- মোঃ ইয়াকুব পাটওয়ারী, সাং- লোধেরগাঁও, পোঃ মহামায়া, চাঁদপুর। আমি মান্দারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি আমার কমিটিতে আমরা বর্তমানে ১৫ জন সদস্য।
মান্দারী ফাযিল ডিগ্রি মাদরাসার সভাপতি হয়ে আমি নিজকে ধন্য মনে করি। এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান, হয়তো এটা আমার পরকালে নাজাতের একটি উচিলা হতে পারে।
মাদরাসার সুনাম সারাদেশে ছড়িয়ে রয়েছে। মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীগণ এবং এলাকাবাসি প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক। আমি মাদরাসার শিক্ষক, শিক্ষিকা ও কমিটির সদস্য সকলের সার্বিক উন্নতি কামনা করছি।
মোঃ শাহজাহান পাটওয়ারী
সভাপতি , গভর্নিং বডি
মান্দারী ফাযিল ডিগ্রি মাদরাসা
মহামায়া, চাঁদপুর।
সুবর্ণ জয়ন্তী কর্ণার





















![22-Md. Ahsan Habib Patwari.Index No-2102188]](https://mfm.edu.bd/wp-content/uploads/elementor/thumbs/22-Md.-Ahsan-Habib-Patwari.Index-No-2102188-qw2wpmqsi8jbwd1fhio0bn9x5xmef0pzxc2b6m18ag.jpg)






পঞ্জিকা
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |